ডেপুটি স্পিকারের আসনে ভোট ১২ অক্টোবর

প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সংসদীয় আসনে ভোটগ্রহণ আগামী ১২ অক্টোবর।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা যাওয়ায় গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। সেই আসনে আগামী ১২ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে গাইবান্ধা-৫ আসনসহ ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গাইবান্ধা-৫ আসনের মনোনয়নপত্র দাখিল ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৫ সেপ্টেম্বর মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৬-১৮ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৯-২১ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১২ অক্টোবর।
অন্যদিকে, দেশের ৬১টি জেলা পরিষদের ভোটগ্রহণ হবে আগামী ১৭ অক্টোবর। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি হবে ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১৭ অক্টোবর।
এসএম/এমএমএ/
