প্রজ্ঞাপন
৮টা-৩টা অফিস, এর বাইরে থাকবে জরুরি পরিষেবাসমূহ

মন্ত্রিসভার সিদ্ধান্তের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধা স্বাত্ত্বশাসিত অফিসের সয়মসূচির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রবিবার থেকে বৃহস্পতিবার এসব অফিসের সমসূচি হচ্ছে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
তবে জরুরি পরিষেবাসমূহ এই নতুন সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। ব্যাংক-বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানসমূহের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার বিষয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রসঙ্গত, চলমান পরিস্থিতি থেকে উত্তরণ, বিদ্যুৎ সাশ্রয়, কৃষিকে গুরুত্ব দিয়ে সেচের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে সরকারের সিদ্ধান্তগুলো তুলে ধরেন। এরপর পরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এনএইচবি/এমএমএ/
