নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাকে যে অভিযুক্ত করা হচ্ছে তার ধারেকাছেও নাই। নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। স্থিতিশীলতা নিয়ে কথা বলেছি।’
সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে আব্দুল মোমেন বলেন, ‘ভারতকে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে ভারতের যা যা করার দরকার করতে অনুরোধ করেছি।’
তিনি আরও বলেন, ‘অনেকেই আমাকে ভারতের দালাল বলেন। কারণ অনেক ইস্যুতে স্ট্রং স্টেটমেন্ট দেই না। আমি বলেছি, কিছুদিন আগে আপনাদের দেশেও এক ভদ্রমহিলা কিছু কথা বলেছিলেন। আমরা সরকারের পক্ষ থেকে একটি কথাও বলিনি। বিভিন্ন দেশ কথা বলেছে, আমরা বলিনি।’
পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর দেশব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মন্ত্রীর বক্তব্য নিয়ে সরকার ও আওয়ামী লীগে অস্বস্তি তৈরি হয় বলে দলীয় সূত্রে জানা যায়।
এনএইচবি/আরএ/
