উপজেলা পর্যায়ে মহাপরিকল্পনা প্রণয়নের তাগিদ

বাংলাদেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর অধিক গুরুত্বারোপ করা দরকার। টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উপজেলা পর্যায়ে মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহর ও গ্রামীণ এলাকার উন্নয়নের যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে তাতে পরিকল্পনাবিদদের সম্পৃক্ত থাকা অত্যাবশকীয়।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকাস্থ প্ল্যানার্স টাওয়ারে বিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর বার্ষিক সাধারণ সভা ২০২১ এ এমন মন্তব্য করেন পরিকল্পনাবিদগণ।
বিআইপি এর ১৪তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড.আদিল মুহাম্মদ খান ২০২১ সালে বিআইপি’র বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে একটি বিশদ প্রতিবেদন পাঠ করেন। তিনি বলেন, পরিকল্পনা পেশার প্রকৃত অনুশীলন নিশ্চিত করার মাধ্যমে উন্নয়নের সুফল সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। ফলে পরিকল্পনাবিদদের উন্নত বাংলাদেশ বিনির্মাণে পেশাগত দায়বদ্ধতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সমাজ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান তিনি।
উপস্থিত পরিকল্পনাবিদ সদস্যদের সামনে বিআইপি’র কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ তৌফিকুল আলম বিগত ২০২০-২১ অর্থবছরের আয়-ব্যয়ের পর্যালোচনাপূর্বক পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিআইপি’র সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ মোহাম্মদ রাসেল কবির ।
সাধারণ সভা শেষে ইনস্টিটিউটের বিদায়ী সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ নবনির্বাচিত সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে নির্বাহী বোর্ডের দায়িত্ব হস্তান্তর করেন।
আরইউ/এসআইএইচ
