সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ড. মোমেনের যত বেফাঁস মন্তব্য!

পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনের বেফাঁস কথাবার্তায় হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। দলের ভেতরে বাইরে তিনি সমানে সমালোচিত হচ্ছেন। বিরোধীরা বলছেন, পরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। আর নিজ দল আওয়ামী লীগের নেতারা বেলছেন, মোমেন দলের কেউ না।

সর্বশেষ চট্টগ্রামে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আব্দুল মোমেন বলেছেন, ‘ভারতকে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে ভারতের যা যা করার দরকার করতে অনুরোধ করেছি।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অনেকেই আমাকে ভারতের দালাল বলেন। কারণ অনেক ইস্যুতে স্ট্রং স্টেটমেন্ট দেই না। আমি বলেছি, কিছুদিন আগে আপনাদের দেশেও এক ভদ্রমহিলা কিছু কথা বলেছিলেন। আমরা সরকারের পক্ষ থেকে একটি কথাও বলিনি। বিভিন্ন দেশ কথা বলেছে, আমরা বলিনি।’

তার এমন বক্তব্যে দেশের রাজনীতিতে ঝড় বয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউকে ভারতকে অনুরোধ করতে দায়িত্ব দেওয়া হয়নি।

এদিকে, শনিবার (২০ আগস্ট) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, মোমেন আওয়ামী লীগের কেউ না।

অপরদিকে, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো পররাষ্ট্রমন্ত্রীকে তুলোধুনো করতে ছাড়ছে না। কেউ কেউ পররাষ্ট্রমন্ত্রীকে গ্রেপ্তারেরও দাবি জানাচ্ছেন।

আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো তাকে ব্যাপক ট্রল হচ্ছে গত কয়েকদিন ধরে।

তবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন যে এবারই প্রথম বেফাঁস কথা বলেছেন তা কিন্তু নয়। ২০১৮ সালে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি এ রকম বেশ কয়েকবার বেফাঁস কথা বলে আলোচনায় আসেন। ।

এর আগে গত ১২ আগস্ট সিলেটে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও আমি বলব, ‘বাংলাদেশের মানুষ সুখে আছে, বেহেশতে আছে।’

তার এই বক্তব্যে তীব্র সমালোচনার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করে বলেন, জ্বালানি তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা তখন তার এই বক্তব্য পরিহাসের মতো শোনায়।

সমালোচনার পর অবশ্য পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি ‘ট্রু সেন্সে’ বেহেশতে কথা বলেননি। কথার কথা বলেছেন। গণমাধ্যমের কারণে তার বক্তব্য এমনভাবে এসেছে।

এ সময় ড. মোমেন সাংবাদিকদের বলেন, আপনাদের মিডিয়া অনেক সময় এই অস্থিরতা বাড়ানোর জন্য অনেক বানোয়াট খবর-টবর দেয়। এটা খুব দুঃখজনক। আপনারা তো
‘আমারে খায়া’ ফেললেন।

চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরে যান ড. এ. কে. আব্দুল মোমেন। সেই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে তিনি ব্লিঙ্কেনকে বলেন, আমি সবসময় আপনাদের কাছে ঋণী, কারণ আমি যখন গৃহহীন, বেকার এবং রাষ্ট্রহীন ছিলাম, তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে একটি বাড়ি এবং একটি চাকরি দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এখনো মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আছে। এটি নিয়েও ব্যাপক সমালোচনা হয় তখন। তার ওই বক্তব্য প্রচারের পর নানা প্রশ্ন দেখা দেয়। মন্ত্রী কবে, কেন রাষ্ট্রহীন ছিলেন এই প্রশ্নও তোলেন অনেকে। যদিও এই প্রশ্নের জবাব মোমেন কখনোই দেননি।

ব্লিঙ্কেনের সঙ্গে ওই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী তখন সাংবাদিকদের বলেন, বিএনপিকে নির্বাচনের আনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন।

তার এই বক্তব্য নিয়েও নিজ দলের ভিতরে-বাইরে তুমুল বিতর্ক হয়। তখন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিএনপিকে নির্বাচনে আনার কথা তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেননি।

যুক্তরাষ্ট্র সফরকালেই দেশটিতে অবস্থানরত ভারতীয় অভিবাসীদের একটি সমাবেশে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এসময় তিনি জানান, র‌্যাবের কিছু অফিসারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তিনি ভারতের সহায়তা চেয়েছেন।

তারপর দেশে ফিরেও পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে। তারা খুবই শক্তিশালী। তারাও সরকারকে বলেছে। এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বলে।’

২০১৯ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুদেশের সম্পর্ক খুবই গভীর। অনেকটা স্বামী-স্ত্রীর মতো।’

আরইউ/এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : ঢাকাপ্রকাশ

বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা ইউনিয়নের কামাক্ষার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাংগাছেও গ্রামের আয়নাল হকের ছেলে মোটরসাইকেল চালক রাসেল রানা (২৫) ও সাইফুল ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী বকুল সরকার (১৭)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহতরা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে সিরাজগঞ্জ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিসধ্যে মহাসড়কের সল্লা কামাক্ষামোড় এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা: টুকু

বক্তব্য রাখছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সে আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে, এটিই বাস্তবতা।

তিনি বলেন, দেশের নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন। বিএনপির পক্ষ থেকে বলে যাচ্ছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে।

সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার হাবিবুল হক খান বেনুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বললেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে।

সম্প্রতি শিশু আছিয়ার যৌন নিগ্রহের (ধর্ষণের) ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্বাচিত সরকার ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কাজেই নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে।

এ সময় হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক নুরুল ইসলাম ভিপি সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিএনপি নেতা সাদেকুল আলম খোকা, আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, তাঁতী দলের শাহআলম প্রমুখ।

Header Ad
Header Ad

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি’কে তিনি অনুরোধ করেছেন, কোন ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। বিসিবি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বিসিবি ২২ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা তৈরি করেছিল। সর্বশেষ বিসিবি সভায় ওই কেন্দ্রীয় চুক্তি পাশ হওয়ার কথা ছিল, যেখানে ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। তবে তিনি নাম প্রত্যাহার করে নেওয়ায় বিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে তার নাম ছাড়া। এর মানে হচ্ছে, রিয়াদের সাথে বিসিবির কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে এবং মার্চ থেকে তিনি কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না।

 

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও মুশফিকুর রহিমের নাম ছিল প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তি তালিকায়। মুশফিক যেহেতু আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, তাই তাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে চুক্তিতে রাখা হবে। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন, কিন্তু তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক ও মাহমুদউল্লাহ অংশ নিয়েছিলেন। মুশফিকের পারফরম্যান্স ছিল ভাল না, আর রিয়াদও এক ম্যাচ খেলে ব্যর্থ হয়েছিলেন। এই আসর থেকেই তাদের বিদায় নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। মুশফিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও, রিয়াদ এখনও কোন ঘোষণা দেননি। তবে জানা গেছে, তিনি টেস্ট এবং টি-২০’র মতো ওয়ানডে ফরম্যাটও ছাড়তে চান, এবং বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে সমর্থন রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা: টুকু
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের
আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি
এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত
হাতের ইশারায় পলকের সালাম, বললেন মুখ খুললেই বাড়ে মামলা
দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী
কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার
এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট
ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
যে প্রক্রিয়ায় কোটি টাকা কেজিতে রপ্তানি হচ্ছে মাছ! (ভিডিও)
ওমরাহ পালন করে দলের ঐক্য দৃঢ় করল জাতীয় ফুটবল দল
হাসিনা ও পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার খোঁজ
জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর
আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান