বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম, মহাসচিব প্রণব

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন ও মহাসচিব পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনৈতিক বিভাগের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) উৎসবমুখর পরিবেশে তথ্য ভবনে ইনফরমেশন অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাহী কমিটির ২৭ সদস্যের মধ্যে গঠনতান্ত্রিক বিধান মতে ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুটি পদে বিদায়ী কমিটির সভাপতি এবং মহাসচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে সরাসরি নির্বাচিত হন।
সভাপতি ও মহাসচিব ছাড়া অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদী নির্বাহী কমিটির ২৩টি পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি খালেদা বেগম, মো. আব্দুল জলিল ও মোহাম্মদ আলী সরকার; যুগ্মমহাসচিব মুহা. শিপলু জামান, মোহাম্মদ ওয়ারেছ হোসেন ও ফারহানা রহমান; কোষাধ্যক্ষ আব্দুল্লাহ শিবলী সাদিক, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব এ এইচ এম মাসুম বিল্লাহ, দপ্তর সচিব এ এম ইমদাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব ফাহিমা জাহান, কল্যাণ ও ক্রীড়া সচিব আশরোফা ইমদাদ, সংস্কৃতিক সচিব মাহবুবুর রহমান, তথ্যপ্রযুক্তি সচিব মোহাম্মদ সায়েম হোসেন।
নির্বাহী সদস্যরা হলেন- মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, মো. তৈয়ব আলী, নাসরীন জাহান লিপি, দীপাংকর বর, চৌধুরী সাহেলা পারভীন, মো. মনিরুজ্জামান খান, মো. জাকির হোসেন, রেজাউল রাব্বি মনির, মো. রুবেল রানা এবং কে এম খালিদ বিন জামান।
অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক বিদায়ী কমিটির সভাপতি স. ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন নির্বাহী কমিটির সদস্য।
নির্বাচনে মোট ২১২টি ভোটের মধ্যে ১৭২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এনএইচবি/এসজি
