বরিশালের আলোচিত যত ঘটনা
বরিশালে আলোচিত ঘটনার মধ্যে নির্বাচনী সহিংসতা, শিক্ষার্থীদের আন্দোলন, প্রাকৃতিক দুর্যোগ, ধর্মীয় উন্মাদনা, রাজনৈতিক এবং সড়ক ও নৌ-দুর্ঘটনায় কেটেছে বছরটি। সবশেষ ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে অনেক মানুষের প্রাণহানি এবং দ্বগ্ধ হওয়ার ঘটনা সবার হৃদয়ে নাড়া দিয়েছে।
ফেব্রুয়ারি:
১৬ ফেব্রুয়ারি পরিবহন শ্রমিকের হাতে ২ শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার জেরে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার জের ধরে পরদিন ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে ঢুকে ১৩ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে পরিবহন শ্রমিকরা। সহপাঠীদের উপর হামলার খবরে বিশ্ববিদ্যালয় এলাকায় মহাসড়ক অবরোধ এবং একটি বাসে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। এর ঘটনার জেরে বন্ধ হয়ে যায় দক্ষিণাঞ্চলে বাস চলাচল। আট দিনের অচলাবস্থার পর ২৪ ফেব্রুয়ারি উপাচার্যের উপস্থিতিতে সংশ্লিস্ট সব পক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী ও পরিবহন মালিক-শ্রমিকদের ফলপ্রসূ আলোচনায় আন্দোলন প্রত্যাহার করে উভয় পক্ষ।
মার্চ:
গত ৭ মার্চ নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের টপ টেন নামে একটি শো-রুমে প্রকাশ্যে হামলা-ভাংচুর এবং লুটের ঘটনা ঘটে। সে ঘটনায় অভিযোগ ওঠে স্থানীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। ওই শো-রুমের ১০জন কর্মচারী আহত হন। হামলার সময় ক্ষমতাসীন ছাত্র ও যুব সংগঠনের এবং সিটি করপোরেশনের অস্থায়ী ৫ জন কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করে কর্মচারীরা।
এপ্রিল:
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে ১১ এপ্রিল আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২ জন নিহত এবং ১২ জন আহত হন। সে সময় বেশ কিছু বসত ঘর-দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এর দেড়মাস পর গত ২০ মে মেহেন্দিগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়।
মে:
করোনা মহামারীর কারণে ঢাকা-বরিশাল নৌ রুটের লঞ্চ চলাচল দেড় মাস বন্ধ থাকে। পরে ২৪ মে বরিশালে লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। ২৬ মে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে বরিশাল বিভাগের ৩ জেলার ১২টি পয়েন্টে বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। তলিয়ে যায় বহু গ্রাম।
জুন:
গত ১৪ জুন জেলার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় ৪ শিশুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সেফ হোমে প্রেরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন উচ্চ আদালত। একটি দুর্নীতি মামলায় ৭ বছরের দণ্ড নিয়ে ৮ মাস কারাভোগের পর ১৬ জুন বরিশাল কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পান সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল।
জেলার গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় পরপর ৩ দিনে ৩ জন খুন হয়। সব শেষ খুনটি হয় ২৪ জুন। এতে ওই এলাকায় আতংকের সৃষ্টি হয়। পুরুষ শূন্য হয় পুরো গ্রাম।
আগস্ট:
গত ১৪ আগস্ট গভীর রাতে সিনেমা কায়দায় গৌরনদীর টরকী বাজারে গণডাকাতি হয়। দুর্বৃত্তরা বাজারের পাহারাদার ও আগত পাইকারদের জিম্মি করে সর্বস্ব লুটে করে নেয়। এ ঘটনায় ১৫ আগস্ট মামলা হয়। পরে পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে দুর্ধর্ষ ডাকাত দলের বেশ কয়েকজন সদস্যকে লুন্ঠিত মালামালসহ গ্রেপ্তার করে।
গত ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে অবৈধ ব্যানার-বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও গোলা-গুলির ঘটনা ঘটে। এতে বিসিসির প্যানেল মেয়র ও প্রশাসনিক কর্মকর্তা এবং ওসিসহ ৬০জন গুলিবিদ্ধ হয়।
১৯ আগস্ট সিটি মেয়রকে প্রধান করে ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করে কোতয়ালী থানায় দুটি মামলা দায়ের করেন সদর ইউএনও মুনিবুর রহমান এবং কোতয়ালী থানার উপ-পরিদর্শক শাহজালাল। ২২ আগস্ট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও একজন কর্মকর্তা বাদী হয়ে ইউএনও এবং ওসিসহ অর্ধ শতাধিক জনকে আসামি করে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই রাতেই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বিভাগীয় কমিশনারের বাসভবনে সিটি মেয়রসহ স্থানীয় ক্ষমতাসীনদের সঙ্গে প্রশাসনের একটি সমঝোতা বৈঠক হয়। কিন্তু ২৯ আগস্ট জেলা প্রশাসক সদর উপজেলার গিলাতলী এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দিতে গিয়ে এক অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচিত হন।
সেপ্টেম্বর:
গত ১৫ সেপ্টেম্বর বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠী সড়কের মাধবপাশায় মালবাহী ট্রাকের চাপে দেবে কাৎ হয়ে পড়ে একটি পুরোনো বেইলি ব্রিজ। এতে ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়।
নভেম্বর:
গত ১২ নভেম্বর ঝালকাঠীর সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে তাৎক্ষণিক একজন নিহত ও ৭ জন দগ্ধ হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়।
ডিসেম্বর:
গত ২৪ ডিসেম্বর রাতে ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ তথ্য মতে ৪৩ জনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। সে ঘটনায় দুই শতাধিক মানুষ দগ্ধ এবং আহত হয়।
এসও/এএন