রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বুধবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, সন্ধ্যায় বিদায়ী প্রধান বিচারপতি বঙ্গভবনে যান।
প্রেসসচিব জানান, সাক্ষাৎকালে বিদায়ী প্রধান বিচারপতি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতিও সফলভাবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান।
সচিব জানান, করোনাভাইরাস মহামারীকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনাসহ বিচার বিভাগের উন্নয়নে বিদায়ী প্রধান বিচারপতির নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শেষ কর্মদিবস। তারপর অবসরে যাচ্ছেন তিনি। সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। ৩০ ডিসেম্বর বিদায়ী প্রধান বিচারপতির ৬৭ বছর পূর্ণ হচ্ছে। তাই পরদিন ৩১ ডিসেম্বর থেকে তার অবসর জীবনের শুরু।
এমএ/এএস
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)