‘অতিরিক্ত গতির কারণেই রামপুরার দুর্ঘটনা’
ছবি : সংগৃহীত
রামপুরার সড়ক দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ হিসেবে দুই বাসের অতিরিক্ত গতির কথা জানিয়েছেন ‘ঘাতক’ বাস চালকের সহযোগী চান মিয়া। র্যাবের হাতে গ্রেফতারের পর মঙ্গলবার জিজ্ঞাসাবাদে তিনি এসব তথ্য জানান।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মইন জানান, সোমবার রাতে রামপুরায় বাস চাপায় মইনুদ্দিন ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে ঘাতক বাস চালক ও হেল্পারের গ্রেপ্তারের দাবী জানায় শিক্ষার্থীরা।
তাদের এমন দাবীর প্রেক্ষিতে অভিযানে নামে র্যাব। পরে গ্রীন অনাবিল পরিবহনের চালকের সহযোগী চান মিয়াকে সায়দাবাদ বাস ডিপো থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, চান মিয়া জানিয়েছেন বেশি যাত্রী তোলার জন্য রাইদা পরিবহনের একটি বাসের সঙ্গে প্রতিযোগীতা করছিলেন তারা।
এমন সময় আচমকা তাদের বাসের সামনে চলে আসে এক পথচারী। অতিরিক্ত গতির কারণে গাড়ী ব্রেক চাপলেও ওই পথচারীকে রক্ষা করা যায়নি। পরে তাকে চাপা দিয়েই বাস থেকে নেমে পালিয়ে যান তারা।
এর আগে, সড়ককে নিরাপদ করতে নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি পূরণে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয়। সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেমের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর পর প্রথমে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে প্রতিবাদ করে। পরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিলে প্রতিবাদ আন্দোলনে রূপ নেয়। অচল হয়ে পড়ে রাজধানী।
এনএইচ/এমএমএ