খালেদাকে জেলে ফিরে আবেদন করার পরামর্শ আইনমন্ত্রীর
আইনমন্ত্রী আনিসুল হক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে তাকে (খালেদা) জেলে ফিরে নতুন করে আবেদন করার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ‘খালেদা জিয়া যদি বলেন, আপনারা আমাকে যে শর্তে ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না, আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব। তখন উনি আবার দরখাস্ত করতে পারেন।’
বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগের দরখাস্তের বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারব না। ফৌজদারি কার্যবিধিতে কোথাও এমন বিধান নেই।’
‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় কাউকে বিদেশ যেতে দেওয়া যাবে না, এটা আমি কখনো বলিনি। একবার নিষ্পত্তিকৃত কোনো দরখাস্ত আবার পুনর্বিবেচনার কোনো সুযোগ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় নেই,’যোগ করেন তিনি।
এভারকেয়ার হাসপাতাল খালেদা জিয়ার জন্য সর্বশেষ প্রযুক্তিতে চিকিৎসা করছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু খবর পেয়েছি, কিছুটা তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখানে তিনি যতটুকু সম্ভব সুচিকিৎসা পাচ্ছেন। এইটুকু আমি আপনাদের বলতে পারি। সেখানে সরকারের কোনো হাত নেই। তাদের ইচ্ছেমতো তারা চিকিৎসা নিচ্ছেন এবং পাচ্ছেন।’
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই।
এমএমএ/