সাংবাদিকদের গ্রেপ্তারের আগে যাচাই করা হয়: আইনমন্ত্রী
আইসিটি অ্যাক্টে যুক্ত হয়েছে ইনকোয়ারি অ্যাক্ট। এখন এই আইনে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান।
প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী আরও বলেন, এই আইনে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে আগে যাচাই বাছাই হয়। এ আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।
দেশে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সবচেয়ে বড় এ সংগঠনের এজিএমে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কে এম আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর বিতর্কিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বিলুপ্ত করে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়।
মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল-১৯ এর রিপোর্ট অনুযায়ী, এ আইনে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ১৯৮টি মামলায় ৪৫৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সংবাদকর্মীর সংখ্যা ৭৫।
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের অভিযোগে আইনটির চারটি ধারা (২৫, ২৮, ২৯, ৩১) বাতিল চেয়ে আসছেন সাংবাদিক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এনএইচ/টিটি/