নিষ্পত্তি হয়নি চার লাখ ৫৮ হাজার মাদক মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী
সাারাদেশে চার লাখ ৫৮ হাজারের বেশি মাদক মামলা রয়েছে, যা এখনও নিস্পত্তি হয়নি; জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক বিষয়ক এক সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আলোচনা হয়েছে। এই ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সীমান্তে মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা সমন্বিত করার পরামর্শ এসেছে মন্ত্রণালয় থেকে, যোগ করেন মন্ত্রী।
কেন এত মামলা জমে আছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৮ সালে আমাদের মাদক আইনে আমাদের একটা ডেডিকেটেড কোর্ট গঠন করার কথা ছিল। ডেডিকেটেড কোর্ট যেহেতু আমরা এখনও করতে পরিনি। তাই জটিলতা নিরসনের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আইনমন্ত্রীর সঙ্গে বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে এসেছি। প্রত্যেক আদালতে বিশেষ ব্যবস্থায় মাদকের মামলাগুলো পরিচালনা করা হবে।
দেশে অনলাইনে মাদক বিক্রি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব বিষয় কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
যারা অনলাইনে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের আইনের আওতায় আনা হবে।
অ্যালকোহলের অনুমতি দেওয়া প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, যেহেতু প্রস্তাবগুলো এসেছে, আমরা আবার একটু বসে ঠিক করতে হবে। এ বিষয়ে যে পরামর্শগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
কেএফ/