নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান পেতে পরিবারের সংবাদ সম্মেলন

ইসলামপুরের কাপড় ব্যবসায়ী সাইদুর রহমানকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নেওয়া হয় দাবি করে তার সন্ধান চেয়েছে পরিবারের সদস্যরা।
রবিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিখোঁজের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে নিখোঁজ সাইদুর রহমানের ছোট ভাই নোমানুর রহমান জানান, রাজধানীর ইসলামপুরে খাঁন প্লাজা মার্কেটের ৩১ ও ৩২ নম্বর দোকানটিতে কাপড়ের ব্যবসা করেন সাইদুর রহমান। গত ১৯ ডিসেম্বর বেলা ২টার দিকে তিনি দোকানের বেচা-কেনায় ব্যস্ত ছিলেন। এর মধ্যে দুজন লোক এসে চায়না মার্কেটে কাপড় দেখার কথা বলে তাকে নিয়ে যায়। তারপর থেকে আর বাড়ি ফেরেনি সাইদুর রহমান। এ ঘটনায় কোতয়ালী থানায় গেলে তারা সাইদুর রহমানের মোবাইল নম্বর যাচাই করে তার অবস্থান মগবাজার জানিয়ে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পাঠান। কিন্তু রমনা থানায় গেলে তারা জিডি নিতে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তাদের জিডি নেয়নি।
সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে দ্রুত তার ভাই সাইদুর রহমানকে উদ্ধারের পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান নোমানুর রহমান।
এনএইচ/এসআইএইচ
