অভিজিতের খুনিদের ধরতে পুরস্কার ঘোষণা; স্বাগত জানাল বাংলাদেশ
ছয় বছর আগে ঢাকায় বইমেলা চলাকালে জঙ্গি হামলায় নিহত ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের সাজাপ্রাপ্ত খুনিদের ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানায় বাংলাদেশ; বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্র মন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, এটি ভালো উদ্যোগ। বাংলাদেশ এটাকে ইতিবাচক হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ খুনীদের ধরতে সহজ হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা এভাবে পুরস্কার ঘোষণা করে আগেও সফল হয়েছে। এই স্ট্র্যাটেজিতে তারা হয়তো সফল হবে।
আমরাও বঙ্গবন্ধুর খুনিদের ধরতে পুরস্কার ঘোষণা করেছি উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমি শুনেছি অভিজিৎ রায়ের হত্যাকারীদের দুইজন পলাতক। কোন দেশে আছে জানি না। তারা পালিয়ে গেছে। এই উদ্যোগকে স্বাগত জানাই।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের কিছু লোক আছেন যারা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মিথ্যা তথ্য দিচ্ছেন। বাংলাদেশে কেউ মরলে বলে এক্সট্রা জুডিসিয়াল কিলিং। ওদের দেশে কেউ মারা গেলে বলে লাইন অব ডিউটি।
আরইউ/কেএফ/