১১১ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১১১টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে।
ঢাকা মহানগরসহ দেশের ৩৯টি জেলায় বাজার অভিযানে সোমবার (২০ ডিসেম্বর) এই জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এসব অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৪ জন কর্মকর্তা নেতৃত্ব দেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের পলাশী কাঁচাবাজার, যাত্রাবাড়ি, উত্তর শাহজাহানপুর, খিলগাঁও কাঁচাবাজারসহ মোট ৫২টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযান পরিচালনাকালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রমও (ট্রাকসেল) মনিটরিং করা হয় বলে সূত্র জানায়।
জেডএ/এএস