জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২১ পেলেন যারা
দেশ গঠনে তরুণদের নিজ উদ্যোগে গ্রহণ করা বিভিন্ন কার্যক্রমকে সম্মান জানিয়ে বিজয়ের ৫০ বছরে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ইয়াং বাংলার আয়োজন চূড়ান্ত পর্ব বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'-২০২১।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, আসুন আমরা সবাই হাত মিলে, নিজেদের মতো ছোট-বড় যে পরিসরেই হোক কাজ করে যাই দেশের জন্য দেশের মানুষের জন্য। আমরা যে যা পারি দেশের মানুষের জন্য কাজ করি। আমাদের অন্য কারো দিকে তাকানোর প্রয়োজন নাই।”তিনি বিজয়ীদের উদ্দেশে বলেন, এটা আমাদের স্বাধীনতার বিজয়ের মতো না। এখানে যারা বিজয়ী হতে পারেন নাই তারাও বিজয়ী। আপনারাও দেশের জন্য কাজ করছেন।
পরে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'-২০২১ বিজয়ীদের নাম ঘোষণা করেন সজীব ওয়াজেদ জয়। এবছর জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছেন- স্টেপ এহেড এর শাহানা আফরিন দিনা, টেক একাডেমি’র মোহাম্মদ শামস জাব্বার,ইকোভেশন বাংলাদেশ এর সানজিদুল আলম সেবন শান, জেন ল্যাব এর রাতুল দেব, বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র এর গিরিধর দে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রোটারেক্ট ক্লাবের ফারিয়া আঞ্জুম খান ধ্রুবা, বাংলাদেশ চা সম্প্রদায় ছাত্র যুব পরিষদের রিগান কুমার কানু, মনের স্কুলের ফাইরুজ ফাইজাহ বেথার, ট্রান্সএন্ড এর লামিয়া তানজিন তানহা, থার্ড আই এর মাশরুর ইশরাক, ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশনের অমিয় প্রপান চক্রবর্তী (আরকা), অমল ফাউন্ডেশনের এসরাত করিম, দিনের আলো হিজরা উন্নয়ন মহিলা সংস্থার আবু হাসান (জয়তা পলি), রিফ্লেক্টিভ টিনস এর ইউসুফ ইবনে ইয়াকুব।
তরুণদের প্রায় ৭০০টির অধিক সংগঠন আবেদন করে স্বাধীনতা ও বিজয়ের ৫০তম বছরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য। বিচারকদের প্যানেল থেকে এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে চূড়ান্ত পর্বের জন্য বেছে নেয়া হয় ৩১টি সংগঠনকে। এরপর চূড়ান্ত বিজয়ী হয় ১৫টি সংগঠন।
এসএম/