৫ মন্ত্রণালয়ে নতুন সচিব, দপ্তর বদল হলো ৬ জনের
সরকার পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। একই সঙ্গে ছয় মন্ত্রণালয়ের সচিবের দপ্তর পরিবর্তন হয়েছে। আজ বিকেলে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো.মাহবুব হোসেনকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালে, দুর্নীতি দমন কমিশনের সচিব ড.মু.আনোয়ার হোসেন হাওলাদাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীককে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃক্ষের নির্বাহী পরিচালক পদে এবং পরিকল্পনা কমিশনে সদস্য(সচিব) রমেন্দ্রনাথ বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর পদে বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন সচিব পদে নিয়োগ দিয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক মো. মাহবুব হোসেনকে দুর্নীতি দমন কমিশনের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি.এম.আমিন উল্লাহ নুরীকে রাজউকের সচিব এবং বরিশালের বিভাগীয় কমিশনারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে নিয়োগ দিয়েছে।
এনএইচবি/জেডএকে