রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে জাতীয় পার্টি
নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়ার প্রথম দিনেই সংলাপে নিয়েছে সংসদের বিরোধী দল। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে সংলাপে অংশ নিতে সোমবার (২০ ডিসেম্বর) বিকাল ৩ টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনে যান জাতীয় পার্টির নেতারা। জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মধ্যদিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করলেন রাষ্ট্রপতি।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে সংলাপে অংশ নেওয়া দলের অন্যান্য নেতারা হলেন, জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম এবং সংসদে বিরোধী দলীয় হুইপ মসিউর রহমান রাঙ্গা।
এর আগে গতকাল (১৯ ডিসেম্বর) বিকেলে প্রতিনিধি দলের বিষয়টি ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবনে সামনে জাতীয় পার্টির চেয়ারম্যান গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন গঠনে একটি সার্চ কমিটি গঠন করবেন। সেই সার্চ কমিটিই নতুন নির্বাচন কমিশন গঠনে গ্রহণযোগ্য ব্যক্তি বাছাই করে রাষ্ট্রপতিকে দেবেন। এরপর রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেবেন। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল রয়েছে ৪৪টি। এরইমধ্যে সংলাপে অংশ নেবেন না বলে বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।