হজযাত্রীদের অগ্রাধিকারভিত্তিতে করোনার বুস্টার টিকা প্রদানের সুপারিশ

হজযাত্রীদের অগ্রাধিকারভিত্তিতে করোনার বুস্টার টিকা প্রদানের সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া ওমরা যাত্রীদের বিমান ভাড়া কমানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) সংসদ ভবনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশগ্রহণ করেন।
বৈঠকে মডেল মসজিদ নির্মাণের অর্থ জরুরিভিত্তিতে ছাড়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও সুপারিশ করা হয়। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
