ভোজ্যতেলের দাম বৃদ্ধি ব্যবসায়ীদের কারসাজি: বাণিজ্যমন্ত্রী
ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্যই বাজারে সরবরাহ সংকটের কারসাজি করেছেন মিল মালিক থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরাও। সোমবার (৯ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল আমদানিকারক পাইকারি ও খুচরা বিক্রেতাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘রমজান মাসে ভোজ্যতেলের দাম না বাড়ানোর জন্য অনুরোধ করেছিলাম, তাদেরকে বিশ্বাস করেছিলাম; কিন্তু তারা সেই অনুরোধ রক্ষা করেননি। বিশ্বাস ভঙ্গ করেছেন। এটাই আমার ব্যর্থতা।’
তিনি আরও বলেন, ‘রমজান মাসেই তেলের দাম বাড়ানোর জন্য চাপ ছিল; কিন্তু ব্যবসায়ীদের অনুরোধ করেছিলাম রমজানের পর আমরা দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেব। ততদিন পর্যন্ত যেন দাম না বাড়ানো হয়; কিন্তু ব্যবসায়ীরা তাদের কথা রাখেননি। তারা ঈদের কয়েকদিন আগেই ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেন এবং বাজারেও তেলের সংকট তৈরি হয়।’
এর আগে বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। তেলের দাম নির্ধারণ দ্রুত না করে সময় নিয়ে করলে ভালো হতো বলে তারা মত দিয়েছেন।
এনএইচবি/এসএ/