দাবি আদায়ে সামবেশ ডেকেছে সরকারি কর্মচারী সংহতি পরিষদ
সাত দফা দাবি আদায়ে সকল জেলা ও বিভাগে সাংগঠনিক সফর করবেন বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের কেন্দ্রীয় নেতারা। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ মে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির বিশেষ কাউন্সিলে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার ডাক ভবনের সভাকক্ষে পরিষদের সভাপতি মো. নিজামুল ইসলাম ভূঁইয়া মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটির কিছু সাংগঠনিক পদে পরিবর্তন ও শূন্য পদ পূরণেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, চলমান মুদ্রাস্ফীতির কারণে বাজার দর বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানি বিল বারবার বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীরা মানসিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের পক্ষ থেকে ৯ম জাতীয় বেতন কমিশন গঠন এবং কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখা এবং ৫০ শতাংশ মহার্ঘভাতাসহ সাত (৭) দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারি পদক্ষেপ দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ে দেশের সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন তারা।
বক্তারা অভিযোগ করে বলেন, বাজারদর বৃদ্ধির প্রেক্ষাপটে ৯ম জাতীয় বেতন কমিশন গঠণের দাবিসহ অন্যান্য ইস্যুতে সরকারি কর্মচারীদের একটি অংশ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। এ আন্দোলনকে সফল করতে স্বাধীনতাবিরোধী শক্তিগুলো উঠে-পড়ে লেগেছে। তাদের কর্মকাণ্ডে সরকারের চলমান উন্নয়নের ধারা ব্যাহত হবে।
এ ছাড়া সভায় সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সভায় কেন্দ্রীয় কমিটির কিছু সাংগঠনিক পদে পরিবর্তন ও শুন্য পদ পূরণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ডাক বিভাগের মো. সাইফুল ইসলাম চৌধুরীকে কার্যকরী সভাপতি, ভারপ্রাপ্ত মহাসচিব জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মো. হেলাল উদ্দিনকে পূর্ণ মহাসচিব, ঢাকার আই.ডি. হাসপাতালের মো. আবুল হাসেমকে (শান্তি) যুগ্ম-মহাসচিব এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের মো. আব্দুল লতিফ গাজীকে সাংগঠনিক সম্পাদক নিয়োগ করা হয়।
পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মো. হেলাল উদ্দিন সঞ্চালনায় বিশেষ কাউন্সিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক জনাব ম. হামিদ, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী, পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসম্পাদক মো. খলিলুর রহমান ভূইয়া ও নির্বাহী সভাপতি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মো. লুৎফর রহমান ও মো. সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী পাটোয়ারী, বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো মুসা আহম্মেদ, বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাবেক সভাপতি এমএ আউয়াল প্রমূখ।
এনএইচবি/এমএমএ/