যেকোনো মুহূর্তে ভারত চুক্তি অনুযায়ী টিকা দেবে: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তি অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা যেকোনো মুহূর্তে পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মহাখালীর বিসিপিএস মিলনায়তনে বুস্টার ডোজের টিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারত কখনো বলেনি যে টিকা দেবে না এমনটা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি খারাপ হওয়ায় টিকা পাঠানো কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এখন সেখানে করোনা ভাল হওয়ায় তারা জানিয়েছে যেকোনো মুহূর্তেই আমাদের টিকা সরবরাহ করবে, যোগ করেন তিনি।
দেশে টিকা যথেষ্ট মজুদ আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের সরবরাহের কোনো সমস্যা নেই। উপরন্তু আমরা যদি টিকা যথাযথভাবে না দেই তাহলে নতুন যেগুলো আসার কথা সেগুলো আসতে বিলম্ব হবে।'
আরইউ/এমএমএ/