রোহিঙ্গা শিবিরে শিক্ষাকেন্দ্র বন্ধের খবর মিথ্যা: পররাষ্ট্র মন্ত্রণালয়
রোহিঙ্গা শিবিরে শিক্ষাকেন্দ্র বন্ধ করে দেওয়ার যে খবর কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা বানোয়াট ও মিথ্যা বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা শিশুদের জন্য কোনো শিক্ষাকেন্দ্র বন্ধ করা হয়নি। ক্যাম্পে শুধুমাত্র অননুমোদিত ‘প্রাইভেট’ কোচিং বা লার্নিং সেন্টার বন্ধ করা হয়েছে।
বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন এনজিও এবং আইএনজিও ক্যাম্পে প্রায় তিন হাজার শিক্ষাকেন্দ্রের মাধ্যমে রোহিঙ্গা শিশুদের অনানুষ্ঠানিক শিক্ষা প্রদান করছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা আরও জানায়, সম্প্রতি এসব শিশুর উৎপাদনশীলতা উন্নত করতে, তাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ সমুন্নত রাখতে শিবিরে মিয়ানমারের পাঠ্যক্রম এবং মিয়ানমারের ভাষা ব্যবহার করে অনানুষ্ঠানিক শিক্ষা চালু করা হয়েছে। প্রত্যাবাসনের পর মিয়ানমারে তা কাজে লাগবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যখ্যা দিয়ে বলেছে, রোহিঙ্গাদের দ্বারা পরিচালিত কিছু অননুমোদিত ‘বেসরকারি’ হোমভিত্তিক স্কুল, কোচিং সেন্টার এবং মাদ্রাসা তাদের পৃথক পাঠ্যক্রম এবং চূড়ান্ত উদ্দেশ্য অনুসরণ করে বাংলাদেশ সরকারের অনুমোদন ছাড়াই ক্যাম্পে প্রাইভেট কোচিং কার্যক্রম পরিচালনা করছে। এই ধরনের প্রাইভেট এবং হোমভিত্তিক শিক্ষাকেন্দ্রগুলো রোহিঙ্গা শিশুদের মধ্যে সমতা নিশ্চিত করে না। ওইসব অননুমোদিত কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।
এই শিক্ষাকেন্দ্রগুলোর কার্যকলাপের কারণে, প্রধান শিক্ষাকেন্দ্রগুলো অব্যবহৃত হয়ে পড়ছে, যা রোহিঙ্গা শিক্ষার্থীদের মধ্যে একটি সাধারণ মানদণ্ডে শেখার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। সেই পরিপ্রেক্ষিতে ওইসব অননুমোদিত কার্যক্রম বন্ধ করতে বলা হয়।
সরকারি নির্দেশনা অনুসরণ করে অনুমোদিত শিক্ষাকেন্দ্রগুলো চালু রয়েছে। ইউনিসেফ বা ইউএনএইচসিআর কেউই অননুমোদিত কেন্দ্রগুলো বন্ধ করার বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি।
আরইউ/এসএ/