রাজধানীতে বাসের চাপায় নিহত ২
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় চালকসহ দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-অটোরিক্সা চালক স্বপন (৩৫) ও যাত্রী ফাতেমা আক্তার পান্না (৪০)। রবিবার (১৯ ডিসেম্বর) খিলগাঁও ফেমাস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মেরাদিয়া বাজার থেকে ছেড়ে আসা অছিম পরিবহনের বাসটি যাচ্ছিল রামপুরা যাওয়া পথে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্য বাচ্চু মিয়া জানান, খিলগাঁও এ দুর্ঘটনায় গুরুত্ব আহত দুজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এনএইচ/এমএমএ/