গুয়াহাটিতে মোমেন-জয়শঙ্কর বৈঠক, গুরুত্ব পাবে কানেকটিভিটি
আসামের রাজধানী গুয়াহাটিতে চলতি মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে গুরুত্ব পাবে কানেকটিভিটি ইস্যু।
বৃহস্পতিবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
শিলংভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান আগামী ২৮-২৯ মে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে। এই সেমিনারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন অংশ নিচ্ছেন।
এই সময়ই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
গুরুত্ব পাবে কানেকটিভিটি
বাংলাদেশের সঙ্গে আসামসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কানেকটিভিটি বাড়ানোর জন্য গত কয়েক বছর ধরেই চেষ্টা করছে ভারত। এ কারণেই বৈঠকটি আসামে হচ্ছে বলে জানা যায়।
গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর কানেকটিভিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান।
আরইউ/টিটি