মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদন
মালদ্বীপের কারাগারে আটক বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দিদের ফিরিয়ে আনতে একটি চুক্তি সইয়ের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মন্ত্রিসভা বৈঠকে চুক্তিটির খসড়া অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ ব্রিফিং-এ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ যাচ্ছেন। এ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তির একটা খসড়া তৈরি করেছে।
তিনি জানান, দুই দেশের মধ্যে এ চুক্তি হলে মালদ্বীপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বাংলাদেশি বন্দিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এ ক্ষেত্রে মালদ্বীপ বাংলাদেশকে জানাতে পারে এ মর্মে যে, তাদের দেশে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের ফিরিয়ে নিতে বাংলাদেশকে অনুরোধ করতে পারবে। একই ভাবে বাংলাদেশে যদি মালদ্বীপের কেউ সাজাপ্রাপ্ত ও বিচারাধীন থাকে তাহলে বাংলাদেশও তাদের ফিরিয়ে নিতে মালদ্বীপকে চিঠি দিতে পারবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ ছাড়াও মালদ্বীপ বা বাংলাদেশে আটকে পড়া সাজাপ্রাপ্ত ও বিচারাধীন ব্যক্তি নিজেই নিজ দেশের সরকারের কাছে আবেদন করতে পারবেন তাকে ফিরিয়ে নিতে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আশা করা হচ্ছে, প্রধামন্ত্রীর মালদ্বীপ সফরকালে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হবে।
এক প্রশ্নের জবাবে, আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে মালদ্বীপে ৪৩ বাংলাদেশি রয়েছেন সাজাপ্রাপ্ত এবং ৪০ জন আছেন বিচারাধীন।
এনএইচবি/এসএন