বিজিবি দিবসে সঙ্গী হলো বিএসএফ
বিজিবি দিবস-২০২১ এর আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গী হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে আনুষ্ঠানিক কুচকাওয়াজ শুরু হয়। এই অনুষ্ঠানে বিএসএফ মহাপরিচালক পংকজ কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেছেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ত্রিমাত্রিক এ বাহিনীর প্যারেড কমান্ডার হিসেবে রয়েছেন বিজিবির উপ মহাপরিচালক কর্নেল জিয়া সাদাত খান, প্যারেড এ্যাডজুটেন্ট বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুজাহিদুল ইসলাম।
প্যারেডে ১ নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির পরিচালক লে. কর্নেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল আমীন, ২ নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মো. ইসরাফিল আলম, ৩ নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর এস এম হাবিব ইবনে জাহান, ৪ নং কন্টিনজেন্ট অধিনায়ক বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর নওসাবা আমরিন।
এছাড়া প্যারেডে পতাকাবাহী কমান্ডার অতিরিক্ত পরিচালক মেজর মো. খসরু রায়হান, বিজিবি ডগ প্যারেড কন্টিনজেন্ট কমান্ডার লে. কর্নেল আ ন ম আশরাফুল আলম মন্ডল, সুবেদার এ্যাডজুটেন্ট মো. মাহবুবুল হক চৌধুরী এবং প্যারেড হাবিলদার মেজর হিসেবে রয়েছেন হাবিলদার মো. কবির হোসেন।
বিজিবি সদরদপ্তর থেকে জানানো হয়, বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএসএফ প্রতিনিধি দল। বিমানবন্দরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম তাঁর স্ত্রী সোমা ইসলাম বিএসএফ মহাপরিচালক ও তাঁর স্ত্রীসহ ভারতীয় প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন। এরপর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিএসএফ প্রতিনিধিদল বিজিবি সদর দপ্তরে পৌঁছান এবং পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিএসএফ মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আস্থা ও সুসম্পর্ক জোরদার, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে বিজিবি জানায়।
বিজিবি দিবসের অনুষ্ঠান শেষে আগামী ২১ ডিসেম্বর বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল ভারতে প্রত্যাগমন করবেন।
এনএইচ/এসএ/