উন্নয়নের জন্য গণতন্ত্র ও সুশাসন অপরিহার্য: স্পিকার
সংবিধান প্রণয়নের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি "আজই প্রথম সাড়ে সাত কোটি বাঙালি তাদের শাসনতন্ত্র পেতে যাচ্ছে। বাংলার ইতিহাসে বোধ হয় এই প্রথম যে বাঙালিরা তাদের নিজেদের শাসনতন্ত্র দিচ্ছে। এই শাসনতন্ত্র শহীদের রক্ত দিয়ে লেখা"- উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনের শাসন সমুন্নত রেখে শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্টের ভূমিকা অনন্য।
শনিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে স্পিকার একথা বলেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপূর্বে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্থান, স্থাপত্য, প্রতিবদেন ও ছবি সম্বলিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
স্পিকার বলেন, মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণ বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অধ্যায় আর এমন সময় সুপ্রিম কোর্টের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হতে পারাও গৌরবের। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন। একই বছর বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিয়েছেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান।
তিনি বলেন, সংবিধানের আলোকে ন্যায় বিচার নিশ্চিত করতে আইন বিভাগ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। সংবিধান ও আইনগত জটিলতার সময়ে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা প্রদান করে। সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধুর হত্যাকারীসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের বিচারকার্য সম্পাদন করেছেন। এসময় তিনি উন্নয়নের জন্য গণতন্ত্র ও সুশাসন অপরিহার্য বলে উল্লেখ করেন।
বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিচার নিশ্চিত করার জন্য সংবেদনশীল হয়ে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। তিনি করোনা মহামারিতে উচ্চ আদালত ও অধ্বঃতন আদালতের করোনায় আক্রান্ত ও নিহত আইনজীবীদের স্মরণ করেন। এসময় স্পিকার করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করার জন্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ'কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন এবং আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানে দেশবরেণ্য বিজ্ঞ বিচারপতিগণ ও বিজ্ঞ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
এসএম/এএস