এখনই গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিতে হবে: ক্যাব
এখনই সরকারের উচ্চ পর্যায় থেকে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিতে হবে বলে মনে করছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার (২৭ এপ্রিল) কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে ‘ন্যায্যতা উপেক্ষা করে গ্যাস বাণিজ্য কার স্বার্থে’-শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এখনই নির্দেশনা না দিলে ঈদের পর পরই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম বাড়ানোর আদেশ দিতে পারে বলে আশঙ্কা ক্যাবের।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্পট মার্কেট থেকে অতিরিক্ত দামে এলএনজি আমদানির অজুহাতে গ্যাসের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। এই অল্প পরিমাণ গ্যাসের চাহিদা স্বল্পমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশেই উৎপাদন বাড়িয়ে পূরণ করা সম্ভব।
এ জন্য প্রথমেই গ্যাস চুরি বন্ধ করতে হবে এমন মত দিয়ে বক্তারা বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে হবে এবং অবশ্যই নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে জোর দিতে হবে।
ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, মূল্য বৃদ্ধির এখন সময় না। দেশে এখন যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হবে আগুনে ঘি ঢালার মতো। এখন বিইআরসি দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলে তা হবে গণবিরোধী সিদ্ধান্ত।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ক্যাবের সহ-সভাপতি শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম প্রমুখ বক্তব্য দেন।
আরইউ/টিটি