বিজিবি দিবসে যোগ দিতে ঢাকায় বিএসএফ প্রতিনিধিদল
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আমন্ত্রণে ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতিনিধি দল ঢাকায় এসেছেন।
বিএসএফ মহাপরিচালক পংকজ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল শনিবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, বিমানবন্দরে বিএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীসহ ভারতীয় প্রতিনিধিদলকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম তার স্ত্রী সোমা ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। এরপর বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বিএসএফ প্রতিনিধিদল বিজিবি সদর দপ্তরে পৌঁছান এবং পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজিবি জানায়, বিএসএফ মহাপরিচালকের এই সফর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আস্থা ও সুসম্পর্ক জোরদার, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের সীমান্ত সমস্যা নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
বিজিবি’র সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)-এর প্রধান পৃষ্ঠপোষক সোমা ইসলামের আমন্ত্রণে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (বাওওয়া)-এর একটি প্রতিনিধিদল সীপকস এবং সীমান্ত অফিসার্স লেডিস ক্লাব কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এর মাধ্যমে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার ছাড়াও উভয় সংগঠনের কল্যাণমূলক উদ্যোগ ও সফলতা সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময়ের ফলে বিজিবি ও বিএসএফ পরিবারসমূহ পারস্পরিকভাবে লাভবান হবে বলে জানায় বিজিবি।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিএসএফ প্রতিনিধিদল ‘বিজিবি দিবস-২০২১’ উপলক্ষ্যে আয়োজিত আনুষ্ঠানিক কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিজিবি দিবসের অনুষ্ঠান শেষে আগামী ২১ ডিসেম্বর বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল ভারত ফিরে যাবেন।
এনএইচ/এএস