২০ ভাগ দক্ষ কর্মীতে প্রবাসী আয় ছাড়াবে ১০০ বিলিয়ন ডলার: পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত এক কোটি ২০ লাখ বাংলাদেশি কর্মীর মধ্যে দক্ষ কর্মী মাত্র দেড় ভাগ। দক্ষ কর্মী যদি ২০ ভাগ করা যায় তাহলে প্রবাসী আয় ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে প্রবাসী কর্মীদের বিশাল ভূমিকা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক কোটি ২০ লাখ কর্মীর মধ্যে মাত্র দেড় ভাগ দক্ষ কর্মী। এ কারণে প্রবাসী আয় ২৫ বিলিয়ন ডলার। যদি দক্ষ কর্মী ২০ ভাগ করা যায় তবে আয় বেড়ে দাঁড়াবে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি।
কোভিডের কারণে বাংলাদেশের অভিবাসী শ্রমিকরাও ঝামেলায় পড়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসীদের ক্ষেত্রে মর্যাদা ও নৈতিকতার প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য হওশা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
আরইউ/এসএ/