আজ যেসব রাস্তা এড়িয়ে চলবেন
ছবি : সংগৃহীত
সপ্তাহের প্রথম দিনে অনেকেই হয়তো অফিসিয়াল ও ব্যক্তিগত নানা কাজে ঘরের বাইরে যাবেন। যাবার আগে যানজটের কথাটি মাথায় রেখে বের হওয়াই ভালো। বাসা থেকে বের হওয়ার আগে দেখে নিন আজ কোন কোন রাস্তায় যানজট হতে পারে।
যদি সেই রাস্তা দিয়ে যেতেই হয় তাহলে বাড়তি সময় হাতে রেখে বের হওয়াই উত্তম। কেননা আজ রাজধানীর অনেকগুলো রাস্তা জুড়ে চলবে 'বিজয় শোভাযাত্রা'। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এ ‘বিজয় শোভাযাত্রা’ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১৮ ডিসেম্বর) বিকাল ২টায় বর্ণাঢ্য এ শোভাযাত্রার আয়োজন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।
অর্থাৎ শাহবাগ থেকে মৎস্য ভবন যাওয়ার রাস্তা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মৎস্য ভবন যাবার যে রাস্তা সেগুলো দুপুর থেকেই তীব্র যানজট হতে পারে। এ ছাড়া এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডি-৩২ নম্বর সড়কে যাবে বিজয় শোভাযাত্রা। তার মানে হচ্ছে আসাদগেট থেকে নিউমার্কেটগামী সড়কেও তীব্র যানজট হতে পারে।
আর রাজধানীতে একটি সড়কে যানজট হওয়া মানে অপর সড়কেও গাড়ীর চাপ বাড়ে। তাই আজ দুপুর থেকে রাজধানীর অধিকাংশ সড়কে তীব্র যানজট দেখা দিতে পারে। এ ছাড়া বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য রাজধানী ঢাকার উত্তর প্রান্ত থেকে কর্মসূচিতে যোগদান করতে আসা দলীয় নেতা-কর্মীদের হাতিরঝিল, মগবাজার ও মৎস্যভবনের সড়কসমূহ এবং ঢাকার দক্ষিণ প্রান্ত থেকে আসা দলীয় নেতা-কর্মীদের গুলিস্তান, হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কসমূহ ব্যবহার করতে হবে। তার অর্থ দাড়ায় পুরো রাজধানী জুড়েই আজ তীব্র যানজট হতে পারে।
তাই ঘর থেকে বের হওয়ার আগে জেনে নিন কখন বের হবেন এবং কোন রাস্ত ব্যবহার করবেন। তবে অবশ্যই সময় নিয়ে বের হবেন।
এসএম/টিটি