সাভারে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এই বরখাস্তের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঢাকা জেলার সাভার উপজেলাধীন ১১নং কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তর বিরুদ্ধে ইউনিয়নের সিংগাসার আলী আহম্মদ স্কুল থেকে বেলতলা মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত ৪০ লাখ টাকার মধ্যে ১০ ভাগ কাজ করে বাকি টাকা আত্মসাৎ, ২০১৭-২০১৮ অর্থবছরে বাকসাত্রা নদীর ঘাট থেকে আবু বক্করের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য টিআর কাবিখার বরাদ্দকৃত চাল আত্মসাৎ ও ইউনিয়ন পরিষদের মাসিক সভার কার্যবিবরণী বইয়ে ইউপি সদস্যদের স্বাক্ষর না নিয়ে ইউনিয়ন পরিষদের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ স্থানীয় তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার, ঢাকা বিভাগ বর্ণিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন ‘
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘ওই সুপারিশের ভিত্তিতে তার ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তর মুঠোফোনে কল করা হয়েছিল এ ব্যাপারে জানার জন্য। কিন্তু একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
/এএন