‘মহাবিজয়ের মহানায়ক’ রাষ্ট্রীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিন চলছে দেশাত্মবোধক নানা গান। দেশের সনামধণ্য সব শিল্পীদের পরিবেশনায় দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে।
আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে সংসদের মূল ভবনে লেজার শো এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করা হচ্ছে। গান, নাটক ও নিত্য পরিবেশনের মাধ্যমে দেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং অনলাইন মাধ্যমে সরাসরি প্রচার করা হচ্ছে। ফলে দেখছে পুরো বিশ্ব। দেশের ইতিহাস ঐতিহ্য কোরিওগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।
‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শুরু হয়। সেদিন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ার শপথ পাঠ করান। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এসএম/এসআইএইচ/