হৃদয় হত্যায় কলকাঠি নাড়েন প্রবাসী বিপুল : পুলিশ
মিরপুরে কিশোর হৃদয় হত্যায় বিদেশে অবস্থানরত বিপুলের সম্পৃক্ততা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডে অংশ নেওয়া পাঁচজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জাননো হয়।
আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে উপপুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ জেড এম তৈমুর রহমান।
তিনি জানান, শাহাদাত নামের ১৭ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শাহ আলী এলাকা ও ঝালকাঠি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে হৃদয় (১৮) ছাড়া গ্রেপ্তার বাকি চারজনের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক। তারা হলেন- মোফাজ্জল হোসেন মণ্ডল (৩০), হুমায়ুন কবির (৬৫) ও মো. আল-আমিন আহমদ (১৮)। আর একজন রয়েছে অপ্রাপ্তবয়স্ক। মূলত এই হত্যাকাণ্ডে বিদেশে থেকে কলকাঠি নাড়েন বিপুল নামের এক প্রবাসী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, ২ লাখ টাকার চুক্তিতে এ কাজ করেন তারা। ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায় যে মূলত জমি নিয়ে বিরোধের জেরে শাহাদাতকে খুন করা হয়। এ হত্যায় মোট পাঁচজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিনজন। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে হৃদয়সহ দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শাহাদাতের বাবার সঙ্গে বিপুল নামের এক প্রবাসীর জমি সংক্রান্ত মামলা আছে নোয়াখালীতে। এ মামলার জের ধরে শাহাদাতকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়। এ দায়িত্ব দেওয়া হয় মোফাজ্জলকে। পরিকল্পনা অনুযায়ী, শাহাদাতকে হত্যার জন্য হৃদয়ের সঙ্গে ২ লাখ টাকার চুক্তি করা হয়।
এনএইচ/এসআইএইচ/