নতুন ভবন উদ্বোধন করে রমনা কালী মন্দিরে ভারতের রাষ্ট্রপতির পূজা
রমনা কালী মন্দিরের নতুন ভবন উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে নতুন এই ভবন উদ্বোধন করেন তিনি।
বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আসা কোবিন্দ সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে সঙ্গে নিয়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছান। তাদের স্বাগত জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
উদ্বোধন শেষে রামনাথ কোবিন্দ মন্দিরটি পরিদর্শন করেন এবং পূজায় অংশ নেন। প্রার্থনা শেষে তিনি মন্দির কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। মূল মন্দিরে ঢোকার সময় শাঁখ বাজিয়ে সনাতনী রীতিতে অভিবাদন জানানো হয়।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালিয়ে ধ্বংস করে দিয়েছিল উপমহাদেশের অন্যতম প্রাচীন এই মন্দিরটি। হত্যা করা হয়েছিল মন্দিরের সেবায়েতসহ প্রায় একশ সন্ন্যাসী, ভক্ত এবং সেখানে বসবাসরত সাধারণ মানুষকে।
ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে মন্দিরটি সংস্কার, ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি।
আরইউ/এপি/এসএ/