চট্টগ্রামে রাসায়নিক কারখানায় আগুন
চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন বিসিক শিল্প এলাকার একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ সংবাদমাধ্যমকে জানান, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস আগ্রাবাদ, বন্দর ও স্যাটেলাইট ইউনিটের ১৩ গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মুকুল চাকমা জানান, শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামের ওই রাসায়নিক কারখানায় আগুন লাগে।
ওই কারখানা থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দূরত্ব আধা কিলোমিটার। কারখানা থেকে ওঠা ধোঁয়ার কুণ্ডলি স্টেডিয়ামের গ্যালারি থেকে দেখা যাচ্ছে। ওই স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ চলছে।
/এসআইএইচ/এসএ/