গাইলেন শেখ রেহানা ভিডিও করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী চলছে জাতীয় অনুষ্ঠান। প্রথম দিন বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে দু’দিনের অনুষ্ঠানমালায় শপথ পাঠ ও অতিথিদের বক্তৃতা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সেখানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা শিল্পীদের সঙ্গে উপস্থিত থেকে বাবাকে উৎসর্গ করা গান গেয়ে শোনান। তার কণ্ঠে উচ্চারিত হয় ‘তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাশে বজ্রকণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথচলি আজো চেতনায় মহীয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাশে বজ্রকণ্ঠ তোমার কণ্ঠস্বর। বাংলা মায়ের রক্ত পলাশ, হৃদয় পদ্ম তুমি তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি, তোমার স্বপ্নে পথচলি আজো চেতনায় মহীয়ান মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ।’
তিনি যখন গান গাইছিলেন তখন তার বামে ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আর ডানে ছিলেন আধুনিক গানের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী। শেখ রেহানার সেই গান গাওয়ার দৃশ্য ধারণ করেন দর্শক সারিতে বসা তারই বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গানের শিল্পীদের সঙ্গে গাইতে দেখা যায় শেখ রেহানাকে। মুহুর্তেই বঙ্গবন্ধু কন্যাদের এমন দৃশ্য পুরো জাতি উপভোগ করে।
এসএম/জেডএকে