কোনটি ঠিক ‘মুজিবর্ষ’ নাকি ‘মুজিববর্ষ’ !
সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের ডায়াসের সামনে লাগানো লোগো’তে বাংলায় লেখা হয়েছে ‘সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ’। যেখানে মুজিববর্ষ-এর বানান লেখা হয়েছে ‘মুজিবর্ষ’। যা রীতিমত ভয়াবহ ভুল। শপথ অনুষ্ঠানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভুলটি। এনিয়ে ট্রলও চলছে।
যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির গত ১৪ ডিসেম্বর বিভিন্ন সংবাদমাধ্যম ও দপ্তরে অনুষ্ঠান সূচি নিয়ে যে চিঠি পাঠিয়েছে এতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, প্রথম দিন অনুষ্ঠানের শুরুতেই থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর শপথ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুই দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজন ছিল আজ সন্ধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শপথ বাক্য পাঠ করান। এসময় ওই ডায়াসের সামনে যে লোগোটিতে সুস্পষ্টভাবে লেখা ছিল ‘সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ’। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এসময় প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠান চলছিল। তাই উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কারো বক্তব্য পাওয়া যায়নি।