মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের জনগণ র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা গ্রহণ করেনি। নিষেধাজ্ঞার বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
ফোনে কথোপকথনকালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল কি-না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে আমিও কিছু বলিনি। উনিও বলেননি।’
বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করেন। ফোনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়েও তাদের মধ্যে কথা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।
আরইউ/এসএ/