ভারত বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের সঙ্গে তুলনীয় নয়: শ্রিংলা
বাংলাদেশ এবং ভারত অনেক ধরনের বন্ধনে আবদ্ধ এবং চীন বা অন্য কোনও দেশের সঙ্গে এই সম্পর্ক তুলনীয় নয় বলে মন্তব্য করেছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসময় উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, সীমান্তের নানা সমস্যা নিয়ে আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের সমন্বয়ে গঠিত কোয়াডের সঙ্গে বাংলাদেশ সংযুক্ত হবে কি না, সেটা বাংলাদেশের বিষয় বলেও মন্তব্য করেন শ্রিংলা।
এবারের ঢাকা সফর বাংলাদেশের সরকারের আমন্ত্রণে এবং বিজয় উৎসব উপলক্ষে হওয়ায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এখানকার বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি কারও সঙ্গে দেখা করছেন না বলেও জানান ভারতের পররাষ্ট্রসচিব।
আরইউ/