বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবি সম্মিলিত সামাজিক আন্দোলন-এর
ছবি : সংগৃহীত
সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সভা করেছেন। সংগঠনটির ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (১৫ নভেম্বর) বিকাল চারটায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকাসহ সারাদেশে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার এবং প্রকৃত মাইল-মিটার অনুযায়ী ভাড়া নির্ধারণ করার দাবি জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ।
প্রেসিডিয়াম সদস্য রোবায়েত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য, জয়ন্তী রায়সহ অনেকে।
বক্তারা বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কারণে সমাজের সর্বস্তরের মানুষ বিপর্যস্ত। অনিশ্চয়তা প্রতিদিন প্রকট আকার ধারণ করছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতে দিশেহারা। তারপর হঠাৎ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি উচিত কাজ হয়নি।
রোবায়েত ফেরদৌস বলেন, ‘তেলের মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য আরও বৃদ্ধি পেয়েছে। পরিবহণ খাতে মালিক-সরকারের যোগসাজসে সকল প্রকার পরিবহনের ভাড়া বৃদ্ধির ঘোষণা দেশবাসী মেনে নিতে পারেনি।’
পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘ঢাকা শহরে সিটিং সার্ভিস, গেটলক, বিরতিহীন ইত্যাদি নানা ধরনের হাস্যকর নামের মধ্য দিয়ে যাত্রীদের কাছ থেকে বাসের ভাড়া দ্বিগুণ-তিনগুণ আদায় করা হচ্ছে। আমরা ঢাকাসহ সারাদেশের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং প্রকৃত মাইল মিটার অনুযায়ী নির্ধারণ করার দাবি জানাচ্ছি।’
সভায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দুর্নীতি, লুটপাট, হত্যা, ধর্ষণ, নারী-শিশু নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি।
এএন/এমএমএ