রোহিঙ্গাদের জন্য জাপান সহযোগিতা অব্যাহত রাখবে: রাষ্ট্রদূত
রোহিঙ্গাদের সহায়তায় জাপান জাতিসংঘ এবং এনজিওগুলোকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি।
বুধবার (৬ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, রাষ্ট্রদূত ইতো নাওকি ভাসানচর দ্বীপ পরিদর্শন করেছেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইউহো হায়াকাওয়া। ভাসানচরে ২৫ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাস করছেন।
২০২২ সালের জানুয়ারিতে ভাসানচরে ইউএনএইচসিআর ও ডাব্লিউএফপির কার্যক্রম সমর্থনে ২০ লাখ মার্কিন ডলার অর্থায়ন করেছে জাপান। ভাসানচরে জাপান সরকার আরও কীভাবে সহায়তা দিতে পারে, সেই লক্ষ্যে জাপানি রাষ্ট্রদূত ভাসানচর সফর করেন।
জাপানি রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দল হাসপাতাল, খাদ্য বিতরণ কেন্দ্র, জীবিকা প্রকল্প, বাঁধ, শিক্ষা কেন্দ্র এবং নারী ও শিশুদের জন্য তৈরি কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। রাষ্ট্রদূত ইতো নাওকি আর্থিক ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও উদ্বাস্তুদের সেবা প্রদানের জন্য জাতিসংঘের সংস্থা, এনজিও, নৌবাহিনী এবং বাংলাদেশ সরকারের নিবেদিত কাজের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত বলেন, ভাসানচরে বাংলাদেশ সরকার খুব ভালো সুযোগ-সুবিধা প্রদান ও অবকাঠামো গড়ে তুলেছে। চট্টগ্রাম থেকে ভাসানচরে উদ্বাস্তুদের নিয়ে যাওয়ার সময় এবং দ্বীপে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সময় আমি জানতে পারলাম, তারা উন্নত জীবন-জীবিকার সুযোগ এবং নিরাপত্তার জন্য কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরিত হয়েছেন।
মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের প্রচেষ্টার পাশাপাশি কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নত জীবনযাত্রার জন্য জাপান সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আরও সহযোগিতা করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই সংকটের দীর্ঘস্থায়ী সমাধান খোঁজা জরুরি।
আরইউ/এএস