জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক
জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের বিধান রেখে ‘জেলা পরিষদ সংশোধন বিল-২০২২’ পাস করেছে সরকার। এ বিলের তুমুল বিরোধিতা করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা বলেছেন বিলটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি সংবিধানের মূল স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই বিলটি বাতিলেরও দাবি জানান আইন প্রণেতারা।
বুধবার (৬ এপ্রিল) সংসদে বিলটি পাস হওয়ার সময় জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন একাধিক সংসদ সদস্য।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘এ বিল সরাসরি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিলটি পাস হওয়ার আগে এখানেই বাতিল হওয়া দরকার।’
প্রশাসক নিয়োগের বিধান বহাল রেখে জেলা পরিষদ বিল পাস
জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, ‘জেলা পরিষদের কী কাজ? বিলের কোনো প্রয়োজনীয়তা নেই। ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে, সিটি করপোরেশন আছে এটির কী এমন দরকার?’
জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, জেলা পরিষদ সংশোধনী বিলে প্রশাসক নিয়োগের ক্ষমতা দেওয়া হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের একটি বডিতে এভাবে অনির্বাচিত লোককে নিয়োগ করা সংবিধানের মূল স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া একজন প্রশাসক নিয়োগ করা হবে বলে কোথাও উল্লেখ নেই, প্রশাসক কতদিন থাকবেন? তিনি কি আজীবন থাকবেন? এরকম অস্পষ্টতা রেখে বিলটি পাস করা নিঃসন্দেহে সংবিধান লঙ্ঘন হবে।
রওশনারা মান্নান বলেন, বিলটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এ বিল পাস হওয়ার আগে জনমত যাচাই করার দরকার আছে।
শামীম হায়দার পাটোয়ারি বলেন, প্রশাসক নিয়োগ কত দিনের জন্য হবে সেটা বিলে উল্লেখ নেই। প্রশাসক কি আজীবনের জন্য নিয়োগ হবেন? এটা স্পষ্ট না হওয়ায় বিলটি ত্রুটিপূর্ণ। এ বিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি বাতিল করা উচিত।
বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, বিলটি যথেষ্ট ত্রুটিপূর্ণ। বিলটি প্রত্যাহারের দাবি করেন। আওয়ামী লীগ দলীয় নেতাদের বসাতেই এ বিল। এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে।
তাদের এ বক্তব্যের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, জেলা পরিষদকে অধিক কার্যকর করার জন্যই বিলটি আনা হয়েছে। জেলা পরিষদগুলো আগে কার্যকর ছিল না। এখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার সঙ্গে লিংকআপ করার জন্যই এ আইন। আইনটি যুগপযোগী।
এসএম/এসএন