চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা
গুলশানে ৩০ মার্চ হতে আত্মগোপনে ছিলেন আশিষ: কমান্ডার মঈন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। তাকে গ্রেপ্তারের পর র্যাব জানায়, গুলশানে ৩০ মার্চ থেকে আত্মগোপনে থাকেন গ্রেপ্তারকৃত আশিষ।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে গুলশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তর ও র্যাব-১০ এর একটি অভিযানিক দল। এ সময় মাদকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাংবাদিকদের র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ২৮ মার্চ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। ৩০ মার্চ থেকে এই বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যে এই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা মিরপুর ডিওএইচএস। এই বাসাটি আত্মগোপনের জন্য তিনি ব্যবহার করছিলেন।
তিনি আরো বলেন, বাসা থেকে ২৩ বোতল মদ, বেশ কিছু বিয়ার ও সীসার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বাসা থেকে দুজন নারীকে আটক করা হয়েছে। তার পরিবার এখানে থাকেন না। দুজন নারীর পরিচয় ও কী উদ্দেশে এ বাসায় ছিলেন তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। আশিষ রায় একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত।
খন্দকার আল মঈন বলেন, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় তার সম্পৃক্ততা ও অন্যান্য বিস্তারিত বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। বুধবার (৬ এপ্রিল) বিস্তারিত জানানো যাবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় গুলশান থানায় মামলা করেন নিহতের বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী । এরপর ১৯৯৯ সালের ৩০ জুলাই ডিবি পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০১ সালের ৩০ অক্টোবর ওই মামলায় অভিযোগ গঠন করা হয়।
কেএম/এসআইএইচ