পুলিশকে নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদ
পুলিশ বাহিনীকে নিয়ে বিএনপির তথাকথিত নেতাদের আপত্তিকর বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের সূচনা করেন বাঙালি পুলিশ সদস্যরা। দেশের স্বাধীনতার জন্য সহস্রাধিক পুলিশ সদস্য তাদের জীবন উৎসর্গ করেন। ১৪ হাজার পুলিশ সদস্য মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকারী বাংলাদেশ পুলিশের সদস্যরা সেবার সুমহান ব্রত নিযে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ দেশের প্রতিটি সংকটে মানুষের নিরাপত্তা নিশ্চিতে নির্ভীক পুলিশ সদস্যরা দেশপ্রেমের দৃপ্ত শপথে বলীয়ান হয়ে কাজ করে যাচ্ছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা সংকটে পুলিশ বাহিনীর সদস্যরা সন্মুখ সারির যোদ্ধা হিসেবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ আজ যে কোনো বিবেচনায় নিরাপদ। ফলে বিদেশি বিনিয়োগসহ সকল প্রকার বিনিয়োগকারী বাংলাদেশকে বিনিয়োগের ক্ষেত্রে আদর্শ স্থান হিসেবে বিবেচনা করছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনায় পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনার কোন ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয় বরং বাংলাদেশের অভ্যুদয় এবং মুক্তিযুদ্ধের সত্য ও সঠিক ইতিহাসের আলোকে শতভাগ সত্য বক্তব্য প্রদান করেছেন।
বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধার মঞ্চের নেতারা বলেন, মহান স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধের সূচনাকারী গর্বিত পুলিশের আইজিপি ও ডিএমপি কমিশনার এর বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপির মহাসচিব ও অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন সমাবেশ এবং গণমাধ্যমে আপত্তিকর, আক্রমণাত্মক, বিভ্রান্তিকর ও বিব্রতকর বক্তব্য প্রদান করছেন যা পরিকল্পিত, অশোভনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত।
কেএম/এমএমএ/