যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চালাব যাতে তারা অবস্থান পরিবর্তন করে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একথা জানান। ভারতের রাষ্ট্রপতির সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নিষেধাজ্ঞা নিয়ে তিন মন্ত্রীকে প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আমাকে জবাব দেওয়ার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। কাজেই একা কিছু বলা ঠিক হবে না।’
যুক্তরাষ্ট্রে যারা গুম ও হত্যার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার কথা তিনি কোনো দিন শুনেননি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু বাংলাদেশে হঠাৎ কোনো কোনো লোকের প্ররোচনায়, কোনো কোনো সংস্থা বিশেষ করে, মানবাধিকার ও বেসরকারি সংস্থার (এনজিও) কারণে এমন বড় একটি সিদ্ধান্ত আলোচনা না করে চাপিয়ে দেওয়া হয়েছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মধুর জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হঠাৎ না জানিয়ে কেন এটা করা হলো, আমরা এটা ওদের সঙ্গে আলোচনা করব।’
আরইউ/এসএন