ওয়াসাকে পানি পরীক্ষার সরঞ্জাম দিল চীন
ঢাকা ওয়াসাকে পানির গুণগত মান পরীক্ষার জন্য বহনযোগ্য সরঞ্জাম দিয়েছে চীনের একটি কোম্পানি। এই যন্ত্রের সাহায্যে সহজেই যে কোনো জায়গার পানির মান পরীক্ষা করা যাবে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা ওয়াসার শীতলক্ষা হলে যন্ত্রগুলো হস্তান্তরে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।
নতুন এই যন্ত্র ঢাকা ওয়াসার পানির গুণগত মান পরীক্ষা আরও সহজ হল বলে জানান ওয়াসার এমডি। তিনি বলেন, ‘আমাদের ওয়াটার কোয়ালিটি মনিটর করার জন্য এবং স্যুয়ারেজে মনিটর করার জন্য তারা আমাদের কিছু যন্ত্রাপাতি দিয়েছে। এই যন্ত্রগুলো আমাদের পরীক্ষাগারকে আরও সমৃদ্ধ করল।’
তিনি বলেন, ‘আমরা ঢাকা ওয়াসাকে ডিজিটাল করার জন্য কাজ করছি। এই বহযোগ্য যন্ত্রটি আমাদের কাজে গতি আনবে। এটি ওয়াটার টেস্টিং ইক্যুপমেন্ট। চায়নার ওই কোম্পানি ঢাকা ওয়াসাকে ৪-৫টি সেট যন্ত্র দিয়েছে।’
এসব যন্ত্রের সরঞ্জামের মাধ্যমে পানির টোটাল নাইট্রোজেন, টোটাল ফসফরাস, কোডসিআর, ও অ্যামোনিয়া নাইট্রোজেন পরিমাপ করা যাবে। এতে পানির গুণগত মান পরীক্ষায় ঢাকা ওয়াসা আরও এগিয়ে গেল বলেও তিনি মন্তব্য করেন।
হাতে বহনযোগ্য এ সরঞ্জাম উপহার হিসেবে দিয়েছে পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না নামে একটি প্রতিষ্ঠান। যারা দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে কাজ করছে।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ওয়াসার প্রকৌশলী মুহসিন আলী মিঞাসহ ঢাকা ওয়াসা ও পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তারা।
এসএম/এমএমএ/