বায়ু দূষণে আবার শীর্ষে ঢাকা

বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকা আবারও বায়ু দূষণে শীর্ষে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদন অনুযায়ী রবিবার দিন ও রাতের বেশিরভাগ সময় বাংলাদেশের রাজধানীর বায়ু ছিল খুব অস্বাস্থ্যকর।
এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদন অনুযায়ী, রবিবার বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে ভারতের কলকাতা ও চতুর্থ স্থানে ভারতেরই আরেক শহর দিল্লি।
এদিকে হিমালয়ের হিমেল হাওয়া উত্তরাঞ্চল পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে হাড়কাঁপানো শীতের অনুভূতি দিচ্ছে। এ ছাড়া রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে এসেছে। রবিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
গত ২২ নভেম্বরও বায়ু দূষণে ঢাকা ছিল শীর্ষে। সেদিন অবশ্য ঢাকার সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতাও শীর্ষে ছিল।
আরইউ/এএন
