নির্বাচন আসলেই এক শ্রেণির মানুষ নালিশ শুরু করে: জয়
নির্বাচন এগিয়ে এলেই এক শ্রেণির মানুষ বিদেশি মালিকদের কাছে নালিশ শুরু করে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ রবিবার (১২ ডিসেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ফাইভ-জি নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ অভিযোগ করেন তিনি।
সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা দেখেছি যখন বাংলাদেশ এগিয়ে যায় তখন ষড়যন্ত্র শুরু হয়। নির্বাচনের দুই বছর বাকি আছে। এখন ষড়যন্ত্র শুরু হয়েছে। এক শ্রেণির মানুষ বিদেশি মালিকদের কাছে নালিশ করা শুরু করেছে। তারা মনে করে বিদেশ থেকে এসে ষড়যন্ত্র করে তারা বিএনপিকে ক্ষমতায় বসাবে।
এই ষড়যন্ত্রকারীরা একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, এই ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে। বাংলাদেশ মধ্যম আয়ের থেকে আবার নেমে যাবে।
তবে এই ষড়যন্ত্র সফল হবে না মন্তব্য করে সজীব ওয়াজেদ জয় বলেন, তবে দেশের মানুষ এখন অনেক শিক্ষিত, সতর্ক। এখন আমাদেরকে কেউ দাবায়ে রাখতে পারবে না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে।
বিদ্যুৎ, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট-কোনও দিকেই বাংলাদেশ আর পিছিয়ে নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন একটি মধ্যম আয়ের দেশ। আগামীতে আমাদের স্বপ্ন বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করব। আওয়ামী লীগ এই স্বপ্ন পূরণ করবে।
জনগণকে সতর্ক করে সজীব ওয়াজেদ জয় বলেন, কোনও ষড়যন্ত্র সফল হতে দেব না। ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশ আবার পিছিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের আঞ্চলিক প্রেসিডেন্ট সিমন লিন, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝ্যাং ঝেংজুন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দিন।
আরইউ/এসআইএইচ/